সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বুকে (চেস্ট), হার্ট ও ফুসফুসে সংক্রমণ শনাক্ত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে এ তথ্য নিশ্চিত করে।
মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, “চেস্টে ইনফেকশন হয়েছে, হার্ট ও ফুসফুসেও এর প্রভাব পড়েছে। আগামী ১২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে কতদিন হাসপাতালে রাখতে হবে—এ মুহূর্তে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তার ভাষায়, “সবকিছুই নির্ভর করছে তার শারীরিক অবস্থার অগ্রগতির ওপর।”
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। বিভিন্ন জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন তার আরেক ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।
এর আগে শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন। মেডিকেল বোর্ডের পরামর্শেই তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে তার প্রেস উইং।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা ও চোখের রোগসহ একাধিক দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া। এ বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে একাধিকবার হাসপাতালে যেতে হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
ইরানজুড়ে সহিংস বিক্ষোভ, হাসপাতালে আহতের ঢল