Monday, November 24th, 2025, 2:47 pm

চ্যালেঞ্জ হলেও নির্বাচন-গণভোট একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা

 

চ্যালেঞ্জ থাকলেও জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করাই যুক্তিযুক্ত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বক্তব্য দেন।

সাংবাদিকদের এক প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্য—গণভোট ও নির্বাচন একদিনে করা তাদের জন্য চ্যালেঞ্জ—উল্লেখ করা হলে অর্থ উপদেষ্টা জানান, সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং প্রধান উপদেষ্টা ইতোমধ্যে একই দিনে ভোট আয়োজনের নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, ‘আমার মনে হয়, চ্যালেঞ্জ থাকলেও এটি গ্রহণ করতে হবে। দুইদিন ভোট আয়োজনের তুলনায় একদিনে করা অনেক বেশি বাস্তবসম্মত। কারণ রিটার্নিং অফিসার থেকে শুরু করে ব্যাংকের জুনিয়র কর্মকর্তা, স্কুলশিক্ষক—অনেককে দায়িত্ব পালন করতে হয়। তাদের দুইদিন মাঠে নামানো অত্যন্ত কঠিন।’

ড. সালেহউদ্দিন আরও বলেন, ‘পৃথিবীর অনেক দেশেই একই দিনে একাধিক ভোট আয়োজন করা হয়। এতে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বরং লজিস্টিকের দিক থেকে একদিনেই নির্বাচন ও গণভোট করা উত্তম এবং এতে পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব।’

এনএনবাংলা/