Monday, November 24th, 2025, 6:04 pm

নির্বাচনের বোঝা নিয়ে এসেছি, সুষ্ঠু নির্বাচনই লক্ষ্য: মৌলভীবাজারে নবাগত ডিসি পাভেল

Oplus_16908288

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন। তারা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়নচিত্র ও করণীয় বিষয় তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসক বলেন, নির্বাচনের বোঝা নিয়ে এসেছি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলে প্রশাসন সার্থক। তিনি প্রশাসনের স্বচ্ছতা, দ্রুত সেবা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।