ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে হলটির যমুনা ব্লকের পেছনে, জিয়া হলের পার্শ্ববর্তী অংশে হঠাৎ আগুন দেখা দেয়।
শিক্ষার্থীরা ধোঁয়া উঠতে দেখে এবং কিছু প্রত্যক্ষদর্শী প্রাথমিকভাবে ধারণা করছেন, আগুনের সূত্রপাত গ্যাস লিকেজ হতে পারে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে বিজয় একাত্তর হল থেকে আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গে চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে, যেগুলো খুব কাছাকাছি অবস্থান করছে।
তবে, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
বিহারের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশি ৪ সাংবাদিক
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর