Monday, November 24th, 2025, 7:57 pm

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

 

ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য জানান।

তিনি জানান, গতকাল রোববার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে। চেয়ারপারসন সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এনএনবাংলা/