Thursday, November 27th, 2025, 5:09 pm

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প

 

১৩ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। অল্প সময়ে এমন ধারাবাহিক কম্পন ভূ-স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ালেও বিশেষজ্ঞরা বলছেন—কম্পনগুলোর মাত্রা ছিল মৃদু থেকে মাঝারি পর্যায়ের।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাত ৩টার কিছু পর থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত মোট তিনটি কম্পন রেকর্ড করা হয়। বিকেল ৪টা ১৫ মিনিটে রাজধানীতে যে ভূমিকম্পটি অনুভূত হয়, তার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৬। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, কম্পনটির উৎসস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকা।

ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) একই মাত্রা নিশ্চিত করে জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এর আগে ২২ ও ২৩ নভেম্বর দুই দিনে ঢাকা ও আশপাশের এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের মধ্যে তিনটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী এবং একটি ঢাকায়। শুক্রবার (২১ নভেম্বর) একটি এবং শনিবার (২২ নভেম্বর) আরও তিনটি কম্পন রেকর্ড করা হয়।

এনএনবাংলা/