Thursday, November 27th, 2025, 5:57 pm

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

 

ঢাকা–সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুরে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকায় পৌঁছালে ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। বেলা ১টা পর্যন্ত ত্রুটি মেরামত সম্ভব হয়নি বলে নিশ্চিত করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে জানান, প্রায় এক হাজার যাত্রী নিয়ে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ইতোমধ্যে রওনা দিয়েছে।

তিনি আরও বলেন, “সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ থাকলেও এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন মেরামত বা পরিবর্তন করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

এদিকে, ট্রেনটি থেমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এনএনবাংলা/