সিলেট প্রতিনিধি:
২৬ নভেম্বর ২০২৫, বুধবার রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় নানিয়ারচর জোনের আওতাধীন বাকছড়ি এলাকার বাসিন্দার সমেন্ট চাকমার বসতঘর আগুনে পুড়ে যাওয়ায় নতুন ঘর পূনঃনির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।
নানিয়ারচর সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসির দিক নির্দেশনায় বাকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মুহীব মাসরুর চৌধুরী উক্ত ঢেউটিন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে হস্তান্তর করেন।
এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জণসাধারণ সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য যে, অত্র এলাকার মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর এই নিঃস্বার্থ সহযোগীতায় অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর সেনা জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।

আরও পড়ুন
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডামুড্যা অবৈধভাবে ফসলী নষ্ট করায় ৪ জনের কারাদন্ড