Thursday, November 27th, 2025, 8:05 pm

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিলে যাবে প্রসিকিউশন

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি জানান, রায়ের নথি সংগ্রহের পর দেখা গেছে—একটি নির্দিষ্ট অভিযোগে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। প্রসিকিউশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, এই সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন ৩০ দিনের মধ্যে আপিল বিভাগে করা হবে।

গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই মাসের অভ্যুত্থয়কালে দেশজুড়ে সংঘটিত হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করে। আনুষ্ঠানিক অভিযোগপত্রে মামলাটিতে পাঁচটি পৃথক অভিযোগ থাকলেও রায় ঘোষণার সময় সেগুলো দু’টি ভাগে পুনর্গঠন করা হয়।

এর মধ্যে ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের ‘রাজাকার’ হিসেবে আখ্যায়িত করে উসকানিমূলক বক্তব্য প্রদান, সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামালকে ফোন করে আন্দোলনকারীদের ‘রাজাকার’ অভিহিত করে ফাঁসি দেওয়ার কথা বলা—যা উসকানি, আদেশ ও অধীনস্থদের বাধা না দেওয়ার অপরাধ হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি রংপুরে আবু সাঈদকে গুলি করে হত্যার অভিযোগেও ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেন।

এ ছাড়া মামলার অন্য অভিযোগে তাঁদের মৃত্যুদণ্ডের আদেশও দেওয়া হয় ১৭ নভেম্বরের রায়ে।

প্রসিকিউশন জানায়, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত অভিযোগের সাজা বাড়ানোর লক্ষ্যে আপিল বিভাগে আবেদন দাখিলের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

এনএনবাংলা/