Saturday, November 29th, 2025, 2:14 pm

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘মক ভোটিং’। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া এ ভোট মহড়া চলে দুপুর ১২টা পর্যন্ত।

ভোট মহড়া পরিদর্শনে এসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, গণভোটের প্রচারণা সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে পরিচালনা করবে। এ ছাড়া তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কেও প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে নির্বাচনকালীন পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিইসি।

ইসি সচিব আখতার আহমেদ জানান, মক ভোটিংয়ের ফলাফল বিশ্লেষণ করে ভোটকেন্দ্রে কক্ষ সংখ্যা বৃদ্ধি, জনবল নিয়োগ ও সামগ্রিক সমন্বয়ের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এনএনবাংলা/