Saturday, November 29th, 2025, 4:02 pm

লক্ষ্মীপুরে নিউহলি মিশন ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতাকে হত্যাচেষ্টা; প্রধান আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে নিউহলি মিশন কোরিয়ান ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা আবু নোমান আলতাফ (৩৫) কে হত্যা চেষ্টা করা হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯ টায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একইদিন রাতে আসামি মো. শাহরিয়ার রাজু (২৭) কে গ্রেফতার করে এবং লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ হেফাজতে নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, মো. শাহরিয়ার রাজু ও তার বাবা সাহাদাত হোসেন (৫৫) সহ আরো কয়েকজন আলতাফের উপর অতর্কিতভাবে  লক্ষ্য করে মারধর ও রক্তাক্ত করে। পরে স্থানীয়রা আসলে রাজু তার বাবা সবাইকে নিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগীর ছোট ভাই সাইফুল ইসলাম (২৫) জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সদর উপজেলার বেড়ি মাথা এলাকায় আমার ভাই আলতাফকে উদ্দেশ্যে মূলক ভাবে রাজু ও তার বাবাসহ কয়েকজন মিলে হত্যাচেষ্টা করেন। পরে আমি আমার ভাইয়ের পক্ষে বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় জি আর মামলা নং-৫১/৭১৯ এ দায়ের করি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, মামলার প্রধান আসামী মো. শাহরিয়ার রাজুকে গ্রেফতার করা হয়েছে অন্য আসামীদের ধরতে পুলিশ তৎপর আছে অতি শীগ্রই বাকী আসামীদের গ্রেফতার করা হবে। আসামী রাজুকে হত্যা চেষ্টা মামলায় জেলা আদালতে পাঠানো হবে।

তবে এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারসহ সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।