শ্রীমঙ্গল, প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গন অধিকার পরিষদের অঙ্গ সংগঠন শ্রমিক অধিকার পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার ১২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এসময় কমিটিতে জলিল মিয়াকে সভাপতি ও জমসেদ আলীকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষনা করা হয়।
বৃহস্পতিবার রাতে শহরের রিজিক রেস্টুরেন্টের হল রুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদের জেলা কমিটির সভাপতি খালেদ আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের এমপি পদপ্রার্থী অপু রায়হান শ্রীমঙ্গল উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি হারুনুর রশিদ জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মখলিসুর রহমান, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনের শক্তিশালী ভূমিকা রাখতে হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা। নতুন নেতৃত্বের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

আরও পড়ুন
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডামুড্যা অবৈধভাবে ফসলী নষ্ট করায় ৪ জনের কারাদন্ড