Saturday, November 29th, 2025, 4:56 pm

আমরা দেশি-বিদেশি ব্যবসায়ীদের জন্য কমফোর্ট জোন তৈরি করতে পারিনি: জামায়াতে আমির

 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতির বাইরে কোনো অর্থনীতি নেই। বরং রাজনীতি এমন একটি মাধ্যম, যা সব নীতি নিয়ন্ত্রণ ও সমন্বয় করে। তিনি তুলনা করে বলেন, মগজ ঠিক থাকলে গোটা শরীর সঠিকভাবে কাজ করে। ব্রেন যদি ঠিক না থাকে, শরীরের কোনো অংশ সঠিকভাবে কাজ করবে না।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘চতুর্থ বাংলাদেশ অর্থনীতি সম্মেলন ২০২৫’ অনুষ্ঠানে শফিকুর রহমান এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ হলেও, স্বাধীনতার পর থেকে দেশি-বিদেশি ব্যবসায়ীদের জন্য কাঙ্ক্ষিত সুবিধা বা কমফোর্ট জোন তৈরি করা সম্ভব হয়নি। কিন্তু এটা কি মানে, যা আজ পর্যন্ত পারলাম না, ভবিষ্যতেও সম্ভব হবে না?

শফিকুর রহমান মোট উন্নয়ন দুইটি মূল উপাদানের মাধ্যমে অর্জিত হয় বলে উল্লেখ করেন। এর মধ্যে একটি হলো বিভিন্ন পর্যায়ে আরোপিত ট্যাক্স, আরেকটি হলো বিদেশ থেকে আনা ঋণ ও সহায়তা। তিনি ব্যাখ্যা করেন, ট্যাক্স একজন ভিক্ষুকও পায়, আবার একজন বিশাল শিল্পপতিও। শিল্পপতি কীভাবে ট্যাক্স দেয়, তা বোঝাতে আমার অতিরিক্ত কিছু বলার দরকার নেই। কিন্তু ভিক্ষুক কীভাবে ট্যাক্স দেয়? সারাদিন ১০, ২০ বা ১০০ টাকা উপার্জন করে, সন্ধ্যায় কোনো পণ্য কিনলে তার ওপরও কর বসে। বাচ্চা জন্ম নিলে মা-বাবা ও আত্মীয়রা কিছু কিনলে, তাতেও ট্যাক্স দিতে হয়। অর্থাৎ আজ জন্ম নেওয়া নবজাতকও ট্যাক্সের আওতায় আসে। একইভাবে, বিদেশ থেকে আনা ঋণও শিশু থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধ পর্যন্ত সমানভাবে বিতরণ করা হয়।

শফিকুর রহমানের মতে, এই দু’টি মাধ্যম—ট্যাক্স ও ঋণ—দেশের মোট উন্নয়নের মূল চালিকা শক্তি।

এনএনবাংলা/