Saturday, November 29th, 2025, 5:13 pm

গ্রিন কার্ড যাচাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, তালিকায় নেই বাংলাদেশ

 

যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর পরিচালক জোসেফ এডলো ঘোষণা করেছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ অনুযায়ী ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ডের পূর্ণাঙ্গ ও কড়াকড়ি যাচাই-বাছাই কার্যক্রম চালানো হবে।

এই পদক্ষেপটি ওয়াশিংটন ডিসিতে সম্প্রতি ঘটে যাওয়া এক গোলাগুলির ঘটনার পর নেওয়া হয়েছে। ঘটনার সময় দুইজন ন্যাশনাল গার্ড সদস্য আহত হন। ঘটনার সন্দেহভাজন একজন আফগান নাগরিক ছিলেন, যিনি পূর্ববর্তী প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রে একটি পুনর্বাসন কর্মসূচির আওতায় এসেছিলেন। এই হামলার পর জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তারা আরও কঠোর নিরাপত্তা ও যাচাই-বাছাই প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

যে ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড পুনর্নিরীক্ষণ করা হবে, সেগুলো হলো: আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, চাদ, রিপাবলিক অফ কঙ্গো, কিউবা, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা এবং ইয়েমেন।

তালিকায় বাংলাদেশ অন্তর্ভুক্ত না থাকায়, বাংলাদেশের নাগরিকরা এই নির্দিষ্ট যাচাই-বাছাই প্রক্রিয়ার আওতায় পড়বেন না।

এই নতুন নির্দেশনা ট্রাম্প প্রশাসনের অধীনে কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়াও, প্রশাসন পূর্ববর্তী সময়ে অনুমোদিত আশ্রয়কামীদের মামলাগুলো পুনঃপর্যালোচনার ইঙ্গিত দিয়েছে।

এনএনবাংলা/