Sunday, November 30th, 2025, 4:54 pm

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

ছবি: সংগৃহীত

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, জমির বিরোধকে কেন্দ্র করে দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত তিনজন হলেন—হাইলাটারী গ্রামের এরশাদ আলী (৩৫), কুলসুম বেগম (৫০) ও আলতাফ হোসেন (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, হাইলাটারী গ্রামের নূর মোহাম্মদ মানিক উল্যাহ এবং তাঁর চাচাতো ভাই আলতাফ হোসেনের মধ্যে উপজেলার চিলাখানা এলাকার ১৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে ওই জমির পাকা ধান কাটতে গেলে প্রথমে বাগ্‌বিতণ্ডা, পরে সংঘর্ষ বাধে। এতে নূর মোহাম্মদের পক্ষের এরশাদ আলী ও কুলসুম বেগম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আলতাফ হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজন সাহা জানান, দুজনের মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে। আহত দুইজনকে হাসপাতালে আনা হলে এর মধ্যে একজন মারা যান। আরেকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এনএনবাংলা/