স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে তেলের মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রোববার (৩০ নভেম্বর) এ মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়। নতুন দাম সোমবার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
নতুন সমন্বয় অনুযায়ী—ডিজেল ১০২ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে বেড়ে ১২৪ টাকা, পেট্রল ১১৮ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, কেরোসিন ১১৪ টাকা থেকে বেড়ে ১১৬ টাকা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন। আরও জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারের দাম বিবেচনায় ভবিষ্যতেও মাসভিত্তিক স্বয়ংক্রিয় সমন্বয় অব্যাহত থাকবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
বিহারের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশি ৪ সাংবাদিক
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর