Monday, December 1st, 2025, 12:51 am

বিপিএলে অবশেষে ৩৫ লাখে দল পেলেন মুশফিক–মাহমুদউল্লাহ

ফাইল ফটো

 

বিপিএলের ১২তম আসরের নিলামে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক লিখলেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ সেই স্ট্যাটাসের পরপরই দল পেলেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।

৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরিতে থাকা মুশফিক–মাহমুদউল্লাহকে নিয়ম অনুযায়ী পরবর্তী সময়ে ‘সি’ ক্যাটাগরিতে ২২ লাখ টাকা থেকে নিলামে ওঠার কথা ছিল। তবে তাঁদের দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রতি সম্মান দেখিয়ে নিলাম কমিটি মূল ভিত্তিমূল্যই বহাল রাখে।

পরবর্তীতে ৩৫ লাখ টাকার ভিত্তিমূল্যেই মাহমুদউল্লাহকে দলে নিয়েছে রংপুর রাইডার্স এবং মুশফিককে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

তাঁদের মতো অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকও প্রথম ডাকে অবিক্রিত ছিলেন। পরে তাঁকে ২২ লাখ টাকা ভিত্তিমূল্যে দলে নিয়েছে সিলেট টাইটানস।

এনএনবাংলা/