Monday, December 1st, 2025, 4:53 pm

প্লট বরাদ্দে দুর্নীতিতে হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

 

ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় রায় ঘোষণা করা হয়েছে। ঢাকার বিশেষ জজ-৪ রবিউল আলমের আদালত শেখ হাসিনাকে ৫ বছর, তার বোন শেখ রেহানাকে ৭ বছর এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার অন্যান্য ১৪ জন অভিযুক্তও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড পেয়েছেন।

দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন ১৩ জানুয়ারি এই মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, শেখ রেহানা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ গ্রহণ করেছেন। মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছিল।

অন্যান্য আসামিদের মধ্যে ছিলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, রাজউক-এর সাবেক চেয়ারম্যানের পিএ, সাবেক সচিব ও অতিরিক্ত সচিব, এবং পরবর্তীতে যুক্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও সাবেক গৃহায়ন প্রতিমন্ত্রী।

বিচারের সময় ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। রায় ঘোষণার পর দুদকের পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান জানান, “সব সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়েছে।”

এনএনবাংলা/