ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ অভিযোগের অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের উপ-পরিচালক এ কে এম মাহবুবুর রহমানকে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে অনুসন্ধান কার্যক্রমও শুরু করেছে দুদক।
অভিযোগে বলা হয়— ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানের বিরুদ্ধে হত্যা, শেয়ারবাজারে জালিয়াতি ও প্রতারণার একাধিক মামলার বিষয় ধামাচাপা দিতে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দিয়েছেন।

অনুসন্ধানের অংশ হিসেবে প্রয়োজন হলে ব্যাংক হিসাব অবরুদ্ধসহ সম্পদ জব্দ করার নির্দেশ চাইতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাকে।
এর আগে সিমিন রহমানের ছোট বোন শাযরেহ হক তাঁর ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার অভিযোগ এনে মামলা করেন। ২০২৪ সালের ২১ মার্চ ঢাকার গুলশান থানায় দায়ের করা ওই মামলায় সিমিন রহমান ও তাঁর ছেলে— ট্রান্সকম গ্রুপের হেড অব ট্রান্সফরমেশন যারাইফ আয়াত হোসেন সহ মোট ১১ জনকে আসামি করা হয়। মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৬ জুন গুলশানের বাড়িতে নিজের শোবার ঘর থেকে আরশাদ ওয়ালিউর রহমানের লাশ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২০২৪ সালের ৩১ মার্চ হাইকোর্ট রায়ে সিমিন রহমান সহ তিনজনকে দেশে ফেরার ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
বিহারের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশি ৪ সাংবাদিক
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর