দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৬৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের মঙ্গলবার (২ ডিসেম্বর) পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
চলতি বছরে এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৬–এ। আর বছরজুড়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা পৌঁছেছে ৯৫ হাজার ৫৭৭–এ। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী।
গত এক দিনে মারা যাওয়া দুইজনই পুরুষ। তাঁদের বয়স যথাক্রমে ৫৫ ও ৬৫ বছর।
ডেঙ্গুতে চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড হয়েছে নভেম্বর মাসে—মোট ১০৪ জন। এর আগে অক্টোবর মাসে ৮০ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যু হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৮ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে একজন রোগী রয়েছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরুল
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা–অসদাচরণ: রোগীর অভিযোগ, তদন্তের দাবি