Tuesday, December 2nd, 2025, 6:26 pm

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬৩১, নিখোঁজ আরও ৫০০

 

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে। মঙ্গলবার (২ ডিসেম্বর) পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও চলছে উদ্ধার অভিযান, নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৫০০ জন।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে মালাক্কা প্রণালীতে সৃষ্ট বিরল ঘূর্ণিঝড় দেশটির অন্তত তিনটি প্রদেশে আঘাত হানে। এতে প্রায় ১৪ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হন।

ভয়াবহ এই বন্যা ও ভূমিধসে শুধু ইন্দোনেশিয়াই নয়, প্রতিবেশী থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সুমাত্রার আচেহ ও পশ্চিম সুমাত্রা অঞ্চল। সেখানে হাজার হাজার পরিবার এখনো বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় মানবিক সংকটে দিন পার করছে।

জরুরি সহায়তা নিশ্চিত করতে সামরিক বাহিনীসহ সরকারি-বেসরকারি নানা সংস্থা ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

এনএনবাংলা/