নাটোর প্রতিনিধি:
নাটোর নর্থ বেঙ্গল হোমিও হল এর উদ্যোগে সিংড়া ও নাটোর শহরের বিভিন্ন হাফিজিয়া, কওমি, নুরানী মাদ্রাসার ছাত্র- ছাত্রীদের মাঝে প্রায় তিনশত শীত বস্ত্র প্রদান করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) রাতে কানাইখালি হাফিজিয়া কওমি মাদ্রাসায় শীত বস্ত্র প্রদান করা হয়। মাঘের এই হাড় কাঁপানো শীতে একটু উষ্মতার পরশ ছড়িয়ে দিতে মাদ্রাসার সকল ছাত্রদের মাঝে এ শীত বস্ত্র তুলেদেন নর্থ বেঙ্গল হোমিও এর ডাঃ আমিনুল ইসলাম।
এ সময় মাদ্রাসার সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন, যুগ্ন সাধালন সম্পাদক মাজেদুল ইসলাম ফারুক, নির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাদশা আলম, ইউনাইটেড প্রেস ক্লাবের সহ-সভাপতি সুুফি সান্টু,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ওবায়েদুল্লা মীম, ক্রীড়া সংগঠক খন্দকার আল মামুনসহ অত্র মাদ্রাসার শিক্ষগণ ও কিছু অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সিংড়া বলিয়া বাড়ি এবং নাটোর শহরের ফুল বাগান, কান্দিভিটুয়াসহ বিভিন্ন স্থানেও এসব শীত বস্ত্র প্রদান করা হয়।
এব্যাপারে নর্থ বেঙ্গল হোমিও হল এর ডাঃ আমিনুল ইসলাম বলেন, শীতের তীব্রতায় ও শীতবস্ত্রের অভাবে মাদ্রাসা’র অনেক এতিম ও অসহায় শিক্ষার্থীরা ঠান্ডা, জ্বর, শ্বর্দি-কাশি নানান ধরনের রোগে আক্রান্ত হয়ে পরে এই অবস্থায় অনেক শিক্ষার্থীরা ঠিক মতো মাদ্রাসায় উপস্থিত হতে পারেনা, বিষয়টি আমার নজরে আসার পরে। এছারা জেলা প্রশাসন তার ছেলে মীমকে কিছু শীতবস্ত্রের প্রদান করতে বললে আমি মাদ্রাসার এতিম ও অসহায় বাচ্চাদের জন্য শীতবস্ত্র উপহারের ব্যবস্থা করতে সক্ষম হই। আগামী রমজান মাসের মধ্যে সব বাচ্চাদের জন্য পোষাক উপহারের ঘোষনাও দেন তিনি।

আরও পড়ুন
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডামুড্যা অবৈধভাবে ফসলী নষ্ট করায় ৪ জনের কারাদন্ড