Friday, December 5th, 2025, 1:04 am

দেশের পথে জোবাইদা রহমান

 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান।

দলীয় সূত্র জানিয়েছে, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে করে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন। ঢাকায় পৌঁছেই সরাসরি যাবেন হাসপাতালে।

এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আজ রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তা বিলম্বিত হচ্ছে।

বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্ধারিত সময়েই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। তবে সন্ধ্যার পর দলটির মিডিয়া উইং জানায়, উড়োজাহাজটিতে কারিগরি (টেকনিক্যাল) সমস্যা দেখা দিয়েছে। এ কারণে যাত্রা কিছুটা পেছাতে পারে।

এনএনবাংলা/