কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনে নেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার (৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে পারেনি।
বিএনপির মিডিয়া সেল শুক্রবার সকাল ১০টায় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে। সেখানে জানানো হয়, কারিগরি সমস্যার কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না এবং সবকিছু ঠিক থাকলে শনিবার পৌঁছাতে পারে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।”
এর আগে বৃহস্পতিবার তিনি জানিয়েছিলেন, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
এদিকে খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গে থাকতে ঢাকায় এসে পৌঁছেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার কিছু আগে বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সোজা এভারকেয়ার হাসপাতালে যান। বেলা ১১টা ৫৪ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক