Friday, December 5th, 2025, 1:27 pm

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা দেশজুড়ে দোয়া–প্রার্থনা

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা সারাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি সব মন্দির, প্যাগোডা ও গির্জায় সুবিধামতো সময়ে প্রার্থনা আয়োজনের নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা থেকে এ সংক্রান্ত অফিসিয়াল পত্র জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সরকার তার আশু রোগমুক্তি কামনা করে শুক্রবার দেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং সব মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

চিঠিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় খালেদা জিয়ার লন্ডনে নেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার (৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে পারেনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনে রওনা দেবেন।”

বিএনপির মিডিয়া সেল শুক্রবার সকাল ১০টায় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার লন্ডন যেতে বিলম্ব হওয়ার তথ্যটি নিশ্চিত করেছে।

এনএনবাংলা/