Friday, December 5th, 2025, 4:28 pm

সিয়ামের সঙ্গে ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করছেন না ইধিকা

 

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পালের নাম ফের একবার আলোচনায় এসেছে নতুন সিনেমা ‘রাক্ষস’কে ঘিরে। তবে গুঞ্জনটি নিজেই নাকচ করলেন অভিনেত্রী। শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢাকার বড় পর্দায় অভিষেক করা ইধিকা, সম্প্রতি মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমাতেও নজর কেড়েছেন।

সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছিল, মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘রাক্ষস’-এ ইধিকা সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করবেন। এমনকি নির্মাতাদের সঙ্গে আলাপচারিতার কথাও বলা হয়।

কিন্তু ইধিকা স্পষ্ট জানিয়েছেন, “এ পর্যন্ত ‘রাক্ষস’ নামের কোনো সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি।” পশ্চিমবঙ্গের আনন্দবাজারকে তিনি একই কথা বলেছেন। অভিনেত্রী আরও বলেন, সিয়াম আহমেদের সঙ্গে কোনো কাজ নিয়ে তার কোনো পরিকল্পনা নেই।

প্রসঙ্গত, ইধিকা না থাকলেও ‘রাক্ষস’-এ থাকছেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। এর আগে সাবিলা নূরের নামও শোনা গিয়েছিল। যদিও দেশের বাইরে ও দেশের ভেতরে সিনেমার শুটিং শুরু হবে এই মাসেই, আনুষ্ঠানিকভাবে অন্য নায়িকাদের নাম এখনও ঘোষণা করা হয়নি।

প্রযোজক শাহরিনা সুলতানা জানান, “এই সিনেমা নিয়ে বেশ কয়েকজন নায়িকার সঙ্গে কথা হয়েছে। শেষ পর্যন্ত কে থাকবেন, সেটা সময় বলে দেবে।”

ইধিকার ক্ষেত্রেও পূর্বে ‘প্রিন্স’ সিনেমার নায়িকা হিসেবে নাম শোনা গেছে, তবে সে অংশও পরিবর্তিত হয়েছে। বর্তমানে শোনা যাচ্ছে, টালিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম সিনেমায় যুক্ত হতে পারে।

দুটি সিনেমার (প্রিন্স ও রাক্ষস) বেশির ভাগ শুটিং দেশের বাইরে অনুষ্ঠিত হবে এবং সবকিছু ঠিক থাকলে আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে।

গুঞ্জনের বিষয়টি নিয়ে ইধিকা কিছুটা অবাক হলেও, তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই খবর কেবল গুজবেই সীমাবদ্ধ।

এনএনবাংলা/