Saturday, December 6th, 2025, 4:05 pm

রাতে নেওয়া হবে খালেদা জিয়ার লন্ডনযাত্রার সিদ্ধান্ত

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেল–সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি পর্যালোচনার ওপর ভিত্তি করেই লন্ডন নেওয়ার সিদ্ধান্ত হবে। মেডিকেল বোর্ড অনুমতি দিলেই দেশের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাবে।

এর আগে ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছে, কাতারের আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

গত শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডনে নেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স না আসায় যাত্রা স্থগিত হয়। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি সমস্যার কারণে শুক্রবার বিমানটি আসেনি। তিনি আরও বলেন, সব ঠিক থাকলে শনিবার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে ম্যাডাম রোববার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে যাত্রা করতে পারেন।

এদিকে, অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে ডা. জুবাইদা রহমান শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশে পৌঁছান। বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে আগত জুবাইদা রহমান সকাল পৌনে ১১টার দিকে ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর ত্যাগ করে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। হাসপাতাল পরিদর্শন শেষে তিনি ধানমন্ডির পৈতৃক বাসায় পৌঁছান।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে চিকিৎসা বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

এনএনবাংলা/