Saturday, December 6th, 2025, 7:00 pm

খালেদা জিয়ার প্রতি সম্মান থাকলে গুজব ছড়াবেন না: ডা. জাহিদ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সমন্বয় কার্যক্রমে ডা. জুবাইদা রহমান সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। পরিবার থেকে শর্মিলা রহমান, শামীম ইস্কান্দারসহ অন্যান্য সদস্যরাও নিয়মিত খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে অবহিত থাকছেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, খালেদা জিয়ার প্রতি সম্মান ও ভালোবাসা থাকলে গুজব ও বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য সবাইকে আহ্বান জানান।

ডা. জাহিদ আরও বলেন, এর আগেও খালেদা জিয়া কঠিন পরিস্থিতি থেকে সেরে উঠেছেন। তিনি সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়ে বলেন, বিদেশে নেওয়ার আগে তার শারীরিকভাবে প্রস্তুত হওয়া গুরুত্বপূর্ণ, তাই বিভ্রান্তিকর তথ্য প্রচার করা উচিত নয়।

তিনি জানান, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সময় শারীরিক অবস্থার ওপর বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে, এবং তার শারীরিক সক্ষমতার ওপর ভিত্তি করে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত জানানো হবে।

ডা. জাহিদ বলেন, গত ছয় বছর ধরে মেডিকেল বোর্ড প্রতিকূল পরিস্থিতিতেও খালেদা জিয়ার চিকিৎসা করে আসছে এবং এখনো পেশাগত দক্ষতার সঙ্গে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এদিকে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে গেছেন তার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শনিবার দুপুরের পর তিনি খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেন।

এর আগে, লন্ডন থেকে শুক্রবার ঢাকায় পৌঁছান ডা. জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে কিছু সময় থাকার পর ধানমন্ডিতে বাবার বাড়িতে যান এবং রাতে আবার হাসপাতালে ফিরে যান। তার আগমনের পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়।

এনএনবাংলা/