বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। অন্য কারো রক্তচক্ষু কিংবা দাদাগিরিকে পাত্তা দেওয়ার প্রশ্নই আসে না।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, বিশ্বের শান্তিপ্রিয় দেশগুলোকে সম্মান জানানো হয়, তবে কেউ যেন বাংলাদেশের ওপর কর্তৃত্ব দেখানোর চেষ্টা না করে। বাংলাদেশের ভবিষ্যৎ জনগণের সিদ্ধান্তেই নির্ধারিত হবে বলে মন্তব্য করেন জামায়াতের আমির।
জনগণের ভোটাধিকার নিয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নগর-বন্দর—সব জায়গায় জনগণ পরিবর্তনের দাবিতে সোচ্চার। তার ভাষায়, আগামীতে ভোট কাকে দেওয়া হবে, তা জনগণ ইতোমধ্যে স্পষ্ট করে দিয়েছে।
অমুক দেশ, তমুক শক্তির ভয় দেখিয়ে লাভ নেই। ইসলামী ও দেশপ্রেমিক নেতাকর্মীরা হাসিমুখেই ফাঁসি মেনে নিতে পারে,—বলেন তিনি।
তিনি অভিযোগ করেন, যারা বিদেশের ওপর নির্ভরতা দেখিয়ে রাজনীতি করেন তাদের ভবিষ্যৎ সংকটে পড়বে। আগে যারা তাবেদারি করেছে তাদের পরিণতি থেকেই শিক্ষা নেওয়ার পরামর্শ দেন তিনি।
তার দাবি, কিছু রাজনৈতিক শক্তি দেশে এসে ‘অখাদ্য পরিস্থিতি’ তৈরি করেছে, যাদেরকে সংশ্লিষ্ট পক্ষ “গিলতেও পারছে না, ফেলতেও পারছে না।”
ডা. শফিকুর রহমান বলেন, দেশ থেকে একদল পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া ‘ফ্যাসিবাদের ছায়া’ এখনো কাটেনি। অপর একটি পক্ষ আগের অন্যায়ের দায় বয়ে বেড়াচ্ছে।
তিনি দাবি করেন, দখলদার রাজনীতি, বিরোধীদের দমন-পীড়ন, আলেম-ওলামাদের ওপর নির্যাতন—এসব প্রবণতা এখনো বন্ধ হয়নি। মানুষের প্রত্যাশা ছিল রাজনীতিতে পরিবর্তন আসবে, কিন্তু বাস্তবে আগের ধারাই চলছে বলে মন্তব্য করেন তিনি।
আগামী নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে—এমন অভিযোগ করে জামায়াতের আমির বলেন, জনগণ ইতোমধ্যে যার প্রতি অবিশ্বাস প্রকাশ করেছে, নির্বাচনে লালকার্ড দেখানোর প্রস্তুতি নিয়ে রেখেছে।
তিনি বলেন, কেউ যদি নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করে বা প্রশাসনিক ক্যু’র মাধ্যমে নির্বাচনের ফল ‘হাইজ্যাক’ করতে চায়, তাহলে জনগণ তা প্রতিহত করবে।
তার ভাষায়, “কালো সূর্যের যুগ শেষ। এখন নতুন সূর্যের উদয় হবে।”
ইসলামী কিন্তু জোটের বাইরে থাকা দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিভেদ ভুলে সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে।
আপনারা ঘরের লোক, ঘরে ফিরে আসুন। আমরা আপনাদের স্বাগত জানাবো মন্তব্য করেন তিনি।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল