Sunday, December 7th, 2025, 2:30 pm

ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠী দেশে বিভাজনের চেষ্টা চালাচ্ছে: মির্জা ফখরুল

 

বাংলাদেশে ধর্মের অপব্যবহার করে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন তৈরি করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় ইস্যু সামনে এনে দেশে বিভাজনের পরিবেশ সৃষ্টি করছে।

রোববার রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেন।

বাংলাদেশের জনগণ ধর্মভীরু উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ধর্ম আমরা মানি এবং পালন করি, কিন্তু রাষ্ট্র বা সমাজকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করার চিন্তার সঙ্গে বিএনপি একমত নয়। তাঁর মতে, সব ধর্মের মানুষের সমান অধিকার ও সহাবস্থানের ভিত্তিতেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই সব ধরনের চক্রান্ত মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব বিএনপিকেই নিতে হবে।

তারেক রহমান ঘোষিত নতুন পরিকল্পনা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘নতুন বাংলাদেশে দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।’ তাঁর দাবি, বিএনপির এই কর্মসূচি প্রমাণ করে দলটি একটি উন্নতচিন্তার রাজনৈতিক শক্তি। বর্তমানে বিএনপিকে নেগেটিভ রাজনৈতিক দল হিসেবে তুলে ধরার যে প্রচেষ্টা চলছে, সেটিও ভাঙতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ছাত্রদলকে উদ্দেশ করে তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি গ্রামে পৌঁছাতে তোমাদের ব্যর্থতা আছে, যা মাঠপর্যায়ে তেমন প্রতিফলিত হয় না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও বেশি সক্রিয় হতে হবে এবং ছাত্রদলের উপস্থিতি কম থাকার কারণেই সাম্প্রতিক নির্বাচনগুলোতে দল ভালো ফল পায়নি। এসব ক্ষেত্রে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এনএনবাংলা/