Sunday, December 7th, 2025, 3:50 pm

বিটিআরসির সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ

 

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারসহ কয়েকটি দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের ডাকে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অফিসের সামনে অবস্থান নেন বিভিন্ন শপিংমলের মোবাইল ব্যবসায়ী ও দোকানকর্মীরা। তাদের উপস্থিতিতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এই সময়ে বিক্ষোভকারীরা ‘সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও’—‘আমার সোনার বাংলায় সিন্ডিকেটের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মোবাইল ফোন আমদানিতে বর্তমান ৫৭ শতাংশ ট্যাক্স কমিয়ে ১০–১২ শতাংশে আনার দাবি জানান তারা এবং সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার হুঁশিয়ারি দেন।

ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা সমস্যার বিষয়ে জানালেও কাঙ্ক্ষিত পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তাদের আন্দোলনে নামতে হয়েছে।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, সকাল সাড়ে দশটার পর থেকে বিটিআরসি ভবনের সামনে মোবাইল ব্যবসায়ীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, তাদের মূল তিন দাবি হলো—এনইআইআর ব্যবস্থার সংস্কার, বাজারে সিন্ডিকেট প্রথার অবসান এবং বৈধভাবে মোবাইল আমদানির যথাযথ সুযোগ নিশ্চিত করা।

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, সমস্যা সমাধানে সরকারকে একাধিকবার আলোচনায় বসার আহ্বান জানানো হলেও কোনো পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। আলোচনায় বসলে সমাধান সম্ভব ছিল, কিন্তু এখন সারাদেশের অনেক খুচরা ব্যবসায়ী দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

এর আগে এনইআইআর সংস্কার এবং বাজারে তথাকথিত ‘সিন্ডিকেট’ বিলোপসহ কয়েকটি দাবিতে আন্দোলনের ঘোষণা দেন মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা। গত ৩০ নভেম্বর পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে কারওয়ান বাজার ও পান্থপথ এলাকায় দোকান বন্ধ রেখে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। এতে অনিবন্ধিত, চুরি হওয়া কিংবা অনুমোদন ছাড়া আমদানি করা মোবাইল ফোন দেশের নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না। নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার আগেই ব্যবসায়ীরা আন্দোলনে নেমেছেন।

এনএনবাংলা/