Sunday, December 7th, 2025, 7:36 pm

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশের তিন বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির উদ্যোগে ফ্লোরিডার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্লোরিডা বিএনপির নেতৃবৃন্দ এসব মসজিদে উপস্থিত ছিলেন।

দ্য সেন্টার অফ লর্ড লুভারভেল শহরের  আল আমিন মসজিদে ফ্লোরিডা বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, মায়ামী হোম স্টেটাসে  মসজিদুল মমিন -এ বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদার . হলিউড সিটির দারুল উলুম  মসজিদে মো মাসুদ মো বাবর ও আলমগীর ডেভি সিটির মসজিদ খলিলে আলী হোসেন আশিক -এর নেতৃত্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এছাড়াও সানরাইজ মসজিদে সাংগঠনিক সম্পাদক মো মহসিন ও মায়ামী গার্ডেনের মসজিদে মো ফাহিম হোসেন. মায়ামীর মসজিদে তাকওয়া -তে মো রাকিব দোয়া মাহফিল পরিচালনা করেন।