Monday, December 8th, 2025, 3:24 pm

নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে: জামায়াত আমির

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৮ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে ৮ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমিরের ভাষ্য— তাদের দল ধর্মকে ব্যবসায়িকভাবে ব্যবহার করে না। যারা নির্বাচনের সময় কাছে-পিঠে তসবিহ নিয়ে ঘোরাফেরা করে, তারাই মূলত ধর্মের অপব্যবহার করে থাকে।

নির্বাচন প্রসঙ্গ

তিনি বলেন, জাতীয় নির্বাচন পিছিয়ে গেলে দেশ সংকটের মুখে পড়তে পারে। ফেব্রুয়ারিতে ভোট পিছোলে পরিস্থিতি গভীর সংকটে পৌঁছাবে বলে আশঙ্কা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান।

ক্ষমতায় গেলে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, কোনো দলকে বাদ দেওয়া হবে না। দেশের স্বার্থে আগামী পাঁচ বছরে স্থিতিশীলতা ফেরানো, অর্থনীতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই জামায়াত কাজ করবে।

তিনি আরও বলেন, দুইটি বিষয়ে সবাইকে অনুরোধ জানাবো—নিজে দুর্নীতিতে জড়াবেন না এবং কাউকে তা করতে উৎসাহ দেবেন না; পাশাপাশি বিচারব্যবস্থায় সমান সুযোগ নিশ্চিত করতে হবে, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না। যে রাজনৈতিক দল এই দুই বিষয়ে একমত হবে, তাদের সঙ্গে সরকার গঠনে তারা আগ্রহী।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মন্তব্য

খালেদা জিয়ার অসুস্থতা রাজনৈতিক সংকট তৈরি করতে পারে কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কারও সুস্থতা-অসুস্থতা আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। দেশবাসী তাঁর সুস্থতার জন্য দোয়া করছে, তবে একজনের অসুস্থতার সঙ্গে দেশের রাজনৈতিক অগ্রগতি থেমে থাকা উচিত নয়।

একই দিনে নির্বাচন ও গণভোট

একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন নিয়ে বিদেশি কূটনীতিকরা কোনো উদ্বেগ জানিয়েছেন কিনা— এমন প্রশ্নে জামায়াত আমির বলেন, একসঙ্গে দুটি ভোট হলে কিছু শঙ্কা তৈরি হতে পারে। তিনি আলাদা তারিখে নির্বাচনের পরামর্শও দেন।

শেষে তিনি উল্লেখ করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয়, এর সামান্য পরিবর্তনও পরিস্থিতিকে জটিল করে তুলবে। পাশাপাশি দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এনএনবাংলা/