Monday, December 8th, 2025, 4:00 pm

অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত

 

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সাফল্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এখন যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে রাজনৈতিক দলগুলো নিজেরাই জানে না তারা কী করবে এবং তাদের ভবিষ্যৎ কী। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি বাংলাদেশে নতুন নয়। তথাকথিত ওয়ান/ইলেভেনের পরেও এমন পরিস্থিতি দেখা গেছে। আমরা এই বাস্তবতার মধ্যেই বসবাস করছি। পার্টিতে পার্টিতে দাঙ্গা হচ্ছে না, তবে দলগুলোর মধ্যে মুখে মুখে কথা হচ্ছে। তিনি বলেন, “আমরা কথা বলার জাতি, কথা না বলে থাকতে পারি না।”

তিনি আরও বলেন, রাজনৈতিক ক্যাওয়াজ তখনই বলা যাবে, যখন সরকার একদিকে আর রাজনৈতিক দলগুলো একদিকে অবস্থান নেবে। তিনি প্রশ্ন করেন, “আমাদের কেউ কি গলা ধাক্কা দিয়ে বলেছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে?” সরকারের ওপর এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন দেওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল কি না — এমন কোনো শর্ত ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কি না — এ বিষয়ে তিনি বলেন, এটি নির্বাচন কমিশন বলতে পারবে। নির্বাচন কমিশনে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, তিনি বিষয়টি “ভুলে গেছেন” এবং নির্বাচন নিয়ে তার বলার মতো কিছু নেই। “আমি নির্বাচন নিয়ে অজ্ঞ, কোনো আইডিয়া নেই। এটা নির্বাচন কমিশন বলতে পারবে,” — মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “আমরা যেখানে গিয়েছি, সেখানেই বলেছি নির্বাচন সময়মতো হবে। আমাদের কেউ ঘাড় ধরে বলেনি যে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্বাচন করতে হবে। আমরা যখন ৮ আগস্ট দায়িত্ব নিই, তখন আমাদের কাউকে কোনো ম্যান্ডেট দেওয়া হয়নি যে এক, দেড় বা দুই বছরের মাথায় নির্বাচন দিতে হবে। তখন কিছুই ছিল না, পুরোপুরি ব্ল্যাঙ্ক ছিল।”

তবে দেশে একটি নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচিত সরকার আসা উচিত বলে মত দেন তিনি। তিনি বলেন, “ইউনিভার্সেল ডেমোক্রেটিক প্রসেসটা স্ট্যাবলিস্ট হওয়া উচিত। গত ১৭-১৮ বছর আমরা এই ডেমোক্রেটিক প্রসেসকে স্ট্যাবলিস্ট হতে দেখিনি। আমরা যদি সেটা করতে পারি, সেটাই হবে আমাদের বড় ক্রেডিট।”

সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সরকারের না পারার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

এনএনবাংলা/