আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল বুধবার অথবা বৃহস্পতিবার ঘোষণা করা হতে পারে। এবারের নির্বাচনে স্থগিত হওয়া কোনো দলের নির্বাচনী প্রতীক ব্যালটে থাকছে না।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি জানান, বুধবার দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠক আছে। সিইসির ভাষণ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং সেই ভাষণ রেকর্ড করা হবে বিকেলে। এরপরেই তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এর আগে, সোমবার ভাষণ রেকর্ড করার বিষয়ে বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি পাঠিয়েছে ইসি। সিইসির ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ।
অন্তর্বর্তী সরকার আগেই জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, গত ২৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত রেখে প্রতীকের তালিকা প্রকাশ করে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এনএনবাংলা/

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো