Tuesday, December 9th, 2025, 6:44 pm

বেগম খালেদা জিয়া বিএনপির একার সম্পত্তি নন, তিনি দেশের সম্পদে পরিণত হয়েছেন : আজিজুল বারী হেলাল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা–৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, “বেগম খালেদা জিয়া বিএনপির একার কোনো সম্পত্তি নন। তিনি আজ এদেশের সম্পদে পরিণত হয়েছেন। তাকে শুধু বাংলাদেশের মানুষই নয়, সারা বিশ্ব চিনে।”

মঙ্গলবার বিকেলে খুলনার রূপসা ঘাটে বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও সংগ্রামের কথা তুলে ধরে আজিজুল বারী হেলাল বলেন, “তার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র ও চক্রান্ত হয়েছে। ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়াকে হয়রানি ও অপমান করতে একের পর এক মামলায় জড়ানো হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে তিনি সম্মান ও ইজ্জত নিয়ে সকল চক্রান্ত নস্যাৎ করেছেন।

তিনি আরও বলেন, ১৯৮১ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর যখন দলের অনেক নেতা সুবিধাবাদী হয়ে স্বৈরাচারের কোলে আশ্রয় নিয়েছিল, তখন রাজপথে আপসহীন সংগ্রামে নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া। তিনি ঘোষণা করেছিলেন— ‘হটাও এরশাদ, বাঁচাও দেশ; বেগম খালেদা জিয়ার নির্দেশ’।

বেগম জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, আজ শুধু রূপসা ঘাটেই নয়, সারা দেশের প্রান্তে প্রান্তে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে। বিশ্বনেতারাও তার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন। এমনকি জার্মানি ও কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছে।

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়দা রহমান সার্বক্ষণিক চিকিৎসা তদারকি করছেন উল্লেখ করে তিনি বলেন, মেডিকেল টিম জানিয়েছে, বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন। শারীরিকভাবে উপযোগী হলেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হবে।

গণতন্ত্রের সঙ্গে বেগম জিয়ার সুস্থতার সম্পর্ক টেনে আজিজুল বারী হেলাল বলেন, “বেগম খালেদা জিয়া অসুস্থ মানে বাংলাদেশ অসুস্থ। তিনি সুস্থ মানেই বাংলাদেশ সুস্থ। তাই আজ পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে— ‘বাংলাদেশ তুমি সেরে ওঠো’। মানুষ আসলে বেগম খালেদা জিয়ার সুস্থতাই কামনা করছে।

শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে তিনি বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে সকলের কাছে দোয়া কামনা করেন।

সভায় সভাপতিত্ব করেন মোল্লা সাইফুর রহমান সাইফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু। এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোল্লা খায়রুল ইসলাম, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, শেখ আব্দুর রশিদ, সুলতান মাহমুদ, আনিসুর রহমান আনিস, মল্লিক আব্দুস সালাম, মোল্লা রিয়াজুল ইসলাম।

উপজেলা বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাবেদ হোসেন মল্লিক, বিকাশ মিত্র, কামরান হাসান, মাহমুদুল আলম লোটাস, গোলাম মোস্তফা তুহিন, মো. ফারুক, শাহানাজ বেগম, আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম বাচ্চু, মোশারেফ শিকদার, শাহাবুদ্দীন লাবু, সোহাগ, আবু সাঈদ, এম এ মালেক, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, সরদার ফরিদ আনোয়ার, আব্দুর রহমান, শরিফুল ইসলাম বকুল, সাইফুল মোড়ল, সবুর মেম্বার, জাহিদ, নিয়াম মল্লিক, শিহাবুল ইসলাম সিহাব, সেকেন্দার, মনির খান, রাজু মল্লিকসহ আরও অনেকে।