সখীপুর (টাঙ্গাইল) সংকাদদাতা
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সখীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এম এ রউফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম, সহকারী অধ্যাপক বাবুল আকতার, প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন এবং দুপ্রকের সাধারণ সম্পাদক মামুন হায়দার প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতি জাতির অগ্রগতির প্রধান বাধা। তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় হতে হবে। একই সঙ্গে একটি সুশাসিত ও শুদ্ধ ভবিষ্যৎ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান তারা।

আরও পড়ুন
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডামুড্যা অবৈধভাবে ফসলী নষ্ট করায় ৪ জনের কারাদন্ড