দেশের সাস্টেইনেবিলিটি অগ্রগতিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করে কন্ট্রোল ইউনিয়ন বাংলাদেশ শেরাটন ঢাকায় দেশের প্রথম কার্বন নিউট্রাল সাস্টেইনেবিলিটি কনফারেন্স ২০২৫ এর আয়োজন করে। “সেইপিং এ সাস্টেইনেবল ফিউচার টুগেদার” প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানটিতে ৫০ টিরও বেশি টেক্সটাইল ব্র্যান্ড এবং দেশ-বিদেশ থেকে আগত ৫০০-এর অধিক অতিথি, অংশীদার, শিল্পনেতা ও সাস্টেইনেবিলিটি এক্সপাট অংশ নেন।
কনফারেন্সে সাপ্লাই চেইন জুড়ে দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা অগ্রসর করতে কন্ট্রোল ইউনিয়নের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতিকে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। বৈশ্বিক সাস্টেইনেবিলিটি ট্রেন্ড, উদীয়মান প্র্যাকটিস এবং ব্যবসাগুলো কীভাবে কন্ট্রোল ইউনিয়নের সাথে যৌথভাবে আরও টেকসই ও স্থিতিশীল অপারেশন গড়ে তুলতে পারে—তা উপস্থাপন করতে আঞ্চলিক ও স্থানীয় টেক্সটাইল বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
কন্ট্রোল ইউনিয়নের নেতৃত্বে ছিলেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের রিজিওনাল চেয়ারম্যান মিঃ ডার্ক টাইচার্ট এবং কন্ট্রোল ইউনিয়ন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফখরুল ইসলাম খান।
একটি বিশেষ সেশনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের সেই অগ্রণী প্রতিষ্ঠানগুলো, যারা বাংলাদেশে প্রথমবারের মতো গ্লোবাল গ্যাপ, ও.বি.পি (ওশেন বাউন্ড প্লাস্টিক),নাটিভা এবং ইউএসডিএ -এনওপি সহ বিশ্বের শীর্ষমানের সার্টিফিকেশন অর্জন করেছে। তাদের সাফল্য রিজেনারেটিভ এগ্রিকালচার, রেসপন্সিবল সোর্সিং, অর্গানিক উৎপাদন এবং প্লাস্টিক রিসাইক্লিং এর মতো খাতে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বকে প্রতিফলিত করে।
কন্ট্রোল ইউনিয়ন বাংলাদেশ আয়োজন করলো দেশের প্রথম কার্বন নিউট্রাল সাস্টেইনেবিলিটি কনফারেন্স

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
বিহারের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশি ৪ সাংবাদিক
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর