Tuesday, December 9th, 2025, 8:59 pm

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৪০০

 

চলতি বছরে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়াল ৪০০। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ৪০১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২১ জন। ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৭০৫ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত ৯৬ হাজার ৭৬০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বর মাসেই সর্বোচ্চ ৯৯ জনের মৃত্যু হয়েছে। অক্টোবরে মারা যান ৮০ জন এবং সেপ্টেম্বর মাসে প্রাণ হারান ৭৬ জন ডেঙ্গু রোগী।

এনএনবাংলা/