Wednesday, December 10th, 2025, 4:45 pm

নির্বাচন করবেন আসিফ মাহমুদ, পদত্যাগের ঘোষণা আসবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে পদত্যাগের বিষয়ে তিনি নিজে স্পষ্ট কিছু বলেননি; এ বিষয়ে পরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হবে বলে জানিয়েছেন।

বুধবার (আজ) বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি তাঁর অধীনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। পরবর্তী অংশে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি নির্বাচনে অংশ নেবেন। তবে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত ও ঘোষণা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আসবে।

তিনি কোন রাজনৈতিক দলের মনোনয়ন নেবেন—এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, বিষয়টি পরে জানানো হবে।

এদিকে আজ বুধবার সন্ধ্যায় অথবা আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এর আগেই দুই উপদেষ্টা পদত্যাগ করবেন—এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে চলছিল।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন গতকালই এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছেন, বুধবার বেলা ৩টায় সচিবালয়ে আসিফ মাহমুদ সংবাদ সম্মেলন করবেন এবং সেখানে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন।

অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের আরেক ছাত্র প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে নানা মহলে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তিনি বা তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এনএনবাংলা/