Wednesday, December 10th, 2025, 7:36 pm

মডেল মসজিদ সমাজে ইসলামিক সাংস্কৃতির মূল্যবোধের বিকাশ ঘটাবে নাটোরে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

নাটোর প্রতিনিধি:

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এ মডেল মসজিদ সমাজে ইসলামিক সাংস্কৃতির মূল্যবোধের বিকাশ ঘটাবে। ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। হজ্ব ব্যবস্থাপনাকে সহজীকরণ করার জন্য র্বতমান সরকার উদ্যোগ গ্রহণ করেছ।যেখানে কোন সিন্ডিকেট কাজ করতে পারবে না। মন্ত্রণালয়রে বিজ্ঞ কর্মকর্তাবৃন্দ সবাই স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে।

এখানে দুই নাম্বারী সিন্ডিকেট করে হাজীদেরকে জিম্মি করার প্রবণতা ছিল,বর্তমানে আমরা  জিরো পেয়েন্ট নিয়ে এসেছি।  আমি গত বছর ৮ কোটি ২৮ লক্ষ টাকা হাজিদের ফেরত দিয়েছ এবং আশা করছি এই বছরও ফেরত দিতে পারব। আমরা নিজেরাই বাড়ি ভাড়া করব।

নিজেরা হজ্ব এজেন্সির সাথে যোগাযোগ করবো।  হজ্ব ব্যাবস্থাকে আমরা সেবা এবং এবাদত হিসেবে নিয়েছি। এখানে যারা দুর্নীতি করবে আমাদের হাতে যদি ধরা পরে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করব।

 

বুধবার(১০ ডিসেম্বর) সকালে শহরের হাজরা নাটোর এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে ইসলামিক সাংস্কৃতির মূল্যবোধের বিকাশ ঘটাবে। মসজিদ যত বৃদ্ধি পাবে, আমাদের মুসল্লির সংখ্যাও বাড়বে এবং সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। নিঃসন্ধে নামাজ সকল অপরাধ, খারাপ, ঘূণিত কাজ থেকে বিরত রাখে। আমরা যাচ্ছি, মানুষ নামিজমুখী হোক, আমরা নামাজমুখী সমাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছি। এ মসজিদগুলো সমাজে ইবাদত হিসেবে ইতিবাচক ভূমিকা রাখবে।

উপদেষ্টা আরও বলেন, সারাদেশে ৫৬৬টি মডেল মসজিদ প্রতিষ্ঠা করতে যাচ্ছি। ইতিমধ্য সাড়ে ৩শ’ মডেল মসজিদ নিমার্ণ করা হয়েছে। অনেক মসজিদের কাজ ভাল হয় নাই। কিছু কিছু মসজিদের ফাটল, উন্নত সমগ্রী ব্যবহার করা হয়নি। একটি মসজিদ নিমার্ণে ১৪-১৫ কোটি টাকা খরচ করেও পরিপূর্ণ তুলতে পারি না। বিগত সরকারের এমপি-মন্ত্রীরা তাদের নিজ এলাকায় নিয়ে গেছেন। এ মসজিদ আমরা করে দিলাম, এটাকে সচল রাখা আপনাদের দায়িত্ব। নামাজের জায়গাহ হিসেবে প্রতিষ্ঠাতা করার দায়িত্ব আপনাদের। এটা আপনাদের সম্পদ, দেখভাল আপনাদের। মসজিদের কোন ত্রুটি দেখা দিলে আপনাদরা গণপর্ত বিভাগকে জানাবেন, তারা অতি দ্রুত তা সংস্কার করে দেবে। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনের আমেজ শুরু হেয়েছ আমরা আশাবাদী ফেব্রয়ারি মাসে অত্যন্ত উৎসব মুখোর পরিবেশে সুষ্ঠু অবাধ ও অন্তর্ভুক্তি মূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব,  নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

৪ তলা বিশিষ্ট নাটোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৭ কোটি ৫৫ লক্ষ টাকা। এটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে গণপূর্ত বিভাগ।  মডেল মসজিদে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক নামাজের জায়গা, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নামাজের জায়গা, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, ইমাম প্রশিক্ষণের ব্যবস্হা, বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি, কনফারেন্স রুম, গেস্ট রুম, ইমাম মুয়াজ্জিন ও খাদেমের জন্য আবাসিক ব্যবস্থা পার্কিং প্লেস ইত্যাদি সুযোগ সুবিধা রয়েছে।