Wednesday, December 10th, 2025, 7:38 pm

ডামুড্যা উপজেলায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডামুড্যা( শরীয়তপুর):

ডামুড্যা উপজেলায় ধানকাটি ইউনিয়নের মডেল হাটবাজারে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিপানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। বুধবার ১০ ডিসেম্বর  মডেল হাট বাজারে ইয়াসিন স্টোর শাহজালাল মুগ ডাল রং মেশানো বিক্রি করায় 2000 টাকা জরিমানা করেছেন, নাফি স্টোর প্রোপাইটার শহিদুল ইসলাম মূল্যের তালিকা প্রদর্শন না করায় ও মুগ ডালের ভিতরে রং মিশ্রনের অপরাধের ২০০০ টাকা জরিমানা করে , নবজাতক ফার্মেসী মাসুম বিল্লাহ, খাবারের ঔষধের সাথে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় তিন হাজার টাকা জরিপানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন আমাদের এই অভিযান খাবারের হোটেল, মিষ্টির দোকান ,ফলের দোকান ,ফার্মেসি, মুদি দোকানে ,এই অভিযান অব্যাহত থাকবে। এই অভিযান চলাকালীন সময় পুলিশ নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আলেয়া বেগম প্রমুখ।