লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বিনপির নির্বাচনী উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোক করে মারা যান হারুনুর রশীদ (৬৩) নামে এক বিএনপি নেতা। তার মৃত্যুতে জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের রাজিবপুর এলাকায় আয়োজিত উঠান বৈঠকে ঘটনাটি ঘটে। প্রবীণ এই বিএনপি
নেতা হারুনের মৃত্যুতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। গঠনার পরপরই হারুনের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন নেতৃবৃন্দরা। মৃত হারুন সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় রাজিবপুর নোয়াবাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ১৩নং ওয়ার্ডের আব্দুল কাদের হাজিবাড়ি এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মহিলাদের নিয়ে নির্বাচনি উঠান বৈঠক করেন। সেখানে সভা চলাকালীন বিএনপি নেতা হারুন হঠাৎ স্ট্রোক করে। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি তিনি মারা যান। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, হারুন বিএনপির প্রবীণ নেতা। দলের প্রতি তার অনেক ত্যাগ ও শ্রম রয়েছে। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা তার পরিবারের পাশে সব সময় থাকবো।

আরও পড়ুন
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডামুড্যা অবৈধভাবে ফসলী নষ্ট করায় ৪ জনের কারাদন্ড