মিয়ানমারের একটি হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘটনাস্থলে থাকা এক সহায়তাকর্মী জানান, সামরিক বাহিনী একটি হাসপাতালে বিমান থেকে বোমা নিক্ষেপ করে এ হামলা চালায়। এতে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হন। চলতি মাসে শুরু হতে যাওয়া নির্বাচনের আগে দেশজুড়ে হামলা জোরদার করেছে সামরিক জান্তা। খবর এএফপি।
সংঘাত পর্যবেক্ষকদের ভাষ্য, ২০২১ সালে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই জান্তা বাহিনী বিমান হামলা বৃদ্ধি করেছে। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সেনাবাহিনী।
সহায়তাকর্মী ওয়াই হুন অং জানান, বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিম রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরের জেনারেল হাসপাতাল লক্ষ্য করে সামরিক বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়।
তিনি বলেন, “পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি যে ৩১ জন মারা গেছেন। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।” এ ঘটনায় ৬৮ জন আহত হয়েছেন, এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি জানান।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল