চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির নেতাকর্মীদের অভ্যন্তরীণ সংঘর্ষে গাজী তাহমিদ খান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে বারইয়ারহাট এলাকায় সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়েছিল। দোয়া শেষে বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম মিয়াজীর অনুসারী দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়। এ সময় একপক্ষের ছুরিকাঘাতে গাজী তাহসিন খান আহত হন। তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে চমেকে স্থানান্তর করা হলে সেখানে তিনি মারা যান। সংঘর্ষে মোহন দে, মো. আবিরসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
জোরারগঞ্জ থানা পুলিশ ও বারইয়ারহাট পৌর বিএনপি সূত্রে জানা গেছে, নিহত তাহসিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জোরারগঞ্জ থানার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে তিনি নিরাপদ সড়ক আন্দোলন মিরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। জুলাই আন্দোলনেও তিনি চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন।
বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম মিয়াজী বলেন, “তাহসিন আগে কোন সংগঠনে যুক্ত ছিলেন তা জানি না, তবে তিনি আমাদের মিটিং-মিছিলে নিয়মিত আসতেন। খুব ভালো ছেলে ছিলেন।” তিনি আরও দাবি করেন, ঘটনাটি রাজনৈতিক নয়, ব্যক্তিগত বিরোধের জের ধরেই এ সংঘর্ষ ও হত্যাকাণ্ড ঘটেছে।
নিরাপদ সড়ক আন্দোলন মিরসরাই শাখার আহ্বায়ক মো. জামশেদ আলম জানান, তাহসিন তাদের সংগঠনের যুগ্ম সদস্যসচিব ছিলেন। তিনি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, “রাতে বারইয়ারহাট পৌর বাজারের পুরাতন সড়ক ও মসজিদ গলি এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। আহতদের মধ্যে গাজী তাহসিন খান চমেকে মারা গেছেন। ঘটনার তদন্তে একাধিক দল কাজ করছে।”
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল