Thursday, December 11th, 2025, 6:39 pm

কলকাতায় যাচ্ছেন মেসি, শহরজুড়ে উৎসবের আমেজ

ছবি: এপি

 

ফুটবল মহাতারকা লিওনেল মেসির ভারত সফর ঘনিয়ে আসতেই কলকাতা জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে মেসি কলকাতায় পৌঁছে একটি হোটেলে উঠবেন বলে নিশ্চিত হয়েছে।

১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) কনসার্ট’। এই আয়োজনে অংশ নেবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

লেক টাউন মোড়ের কাছে মেসির ৭০ ফুট উচ্চতার মূর্তি উদ্বোধনের পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা পরিবর্তন করা হয়েছে। মেসিকে ভারতে আনার উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, মেসি হোটেল থেকেই ভার্চুয়ালি মূর্তিটি উদ্বোধন করবেন। এর আগেও একই স্থানে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে স্বাগত জানানো হয়েছিল, যিনি নিজ হাতে উদ্বোধন করেছিলেন নিজের মূর্তি।

মোহনবাগানের বিশেষ জার্সি উপহার দেওয়া হবে মেসিকে। ঐতিহাসিক ১৯১১ সালের আইএফএ শিল্ড জয়ের স্মরণে তৈরি সেই বছরের অনুকরণে বানানো বিশেষ জার্সি উপহার দেওয়া হবে ফুটবলের মহাতারকাকে। ভারতের প্রথম ক্লাব হিসেবে ওই শিল্ড জিতেছিল মোহনবাগান, যারা ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ১–২ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল। মেসির হাতে জার্সিটি তুলে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট।

আয়োজক সূত্রে জানা গেছে, কলকাতার অনুষ্ঠানে অংশ নিয়ে সেদিনই মেসির হায়দরাবাদের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

এনএনবাংলা/