গতকাল বুধবার অন্তর্বর্তী সরকারের পদত্যাগকারী দুই তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মো. মাহফুজ আলমের দপ্তর বণ্টন করা হয়েছে।
এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল। এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তার হাতে পদত্যাগপত্র জমা দেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজ। প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন এবং বলেন, ‘এই অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছো, তা জাতি কখনোই ভুলবে না।’
আসিফ ও মাহফুজের উদ্দেশে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি, আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে।’
এদিকে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণার পরই আসিফ ও মাহফুজের পদত্যাগ কার্যকর হয়ে যাবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক