কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাম্য, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণ সমাবেশের আয়োজন করেন বাংলাদেশ খেলাফত মজলিস কালীগঞ্জ উপজেলা শাখা।
বুধবার (১০ ডিসেম্বর) মাগরিব বাদ উপজেলার জামালপুর হাই স্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস -এর আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারী মাওলানা যুবাইর আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল আমীন গাজীপুরী। গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের উক্ত দলের মনোনীত প্রার্থী গাজী রুহুল আমীন কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ মাহবুবুল হক, কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা আব্দুল আজিজ, সাংহঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, বায়তুল মাল সম্পাদক মাওলানা মুহাম্মাদ ফজলুর রহমান, গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাসউদুর রহমান, বাড্ডা থানার সহসভাপতি মুফতি তাজুল ইসলাম জালালী।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা মহানগর জামায়াতের নায়েবে আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান, উপজেলা জামায়াতের আমীর হাজী আফতাব উদ্দিন, উপজেলার কওমী ওলামা পরিষদের সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস পলাশ উপজেলার সভাপতি, কালীগঞ্জ ওয়ায়েজীন পরিষদের সভাপতি, কালীগঞ্জ ইমাম পরিষদের সভাপতি, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দসহ হাজার হাজার ধর্মপ্রিয় জনতা।
এসময় বক্তারা বলেন, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তোলা, সাম্য, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে, ধর্ম, বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে ও ভোটাধিকার নিশ্চিত করতে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি ও পেশি শক্তির মহড়া বন্ধ করতে হবে। রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। ইসলামবিরোধী সকল পরিকল্পনা বন্ধ করতে হবে। পিলখানা হত্যাকান্ড, শাপলা চত্বরের হত্যাকান্ড, ২৪ এর গণহত্যার বিচার তরান্বিত করতে হবে, সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ধর্ম অবমাননা রোধে কঠোর আইন প্রণয়ন করতে হবে। সকল প্রকার জুলুম, বৈষম্য, চাঁদাবাজি ও মসজিদ-মাদরাসা দখল করার অপরাজনীতি বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন