Thursday, December 11th, 2025, 8:09 pm

তফসিলের পর রাস্তায় আন্দোলন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রেসসচিব

ফাইল ফটো

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো ধরনের অন্যায্য দাবি নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, তফসিলের পর আন্দোলন কর্মসূচি গ্রহণ না করার জন্য আগেই আহ্বান জানানো হয়েছে; তবুও কেউ রাস্তায় নামলে আইন অনুযায়ী কঠোরভাবে দমন করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রেসসচিব।

শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত দুই হাজারের বেশি আন্দোলন হয়েছে, তবে কখনো রাবার বুলেট ব্যবহার করা হয়নি। শুধু টিয়ারশেল ও গরম পানি নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

মেট্রোরেলের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের কারণে জালিয়াতি বেড়ে যাওয়া এবং এর ফলে বিদেশে দেশের সুনাম ক্ষুণ্ন হওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এনএনবাংলা/