Friday, December 12th, 2025, 5:06 pm

মেট্রোরেল বন্ধ রেখে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

 

ঢাকা মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা শুক্রবার বেলা ৩টা থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন। তারা ডিএমটিসিএল প্রধান কার্যালয় (দিঘি বাড়ি-উত্তরা) সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

কর্মবিরতির মূল কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন চাকরি বিধিমালা ঠিকমতো বাস্তবায়ন না হওয়া। এ সময় ডিএমটিসিএল এমডি ফারুক আহমেদ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য আসেন, কিন্তু পরে আন্দোলনকারীরা তাকে তার কক্ষে অবরুদ্ধ করেন। অনেক কর্মকর্তা-কর্মচারী এমডির কক্ষের সামনে অবস্থান নেন।

ডিএমটিসিএলের কর্মকর্তা আকরাম হোসেন বলেন, “আমরা সর্বাত্মক কর্মবিরতিতে আছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল হবে না।”

শুক্রবার সাধারণত বিকাল ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলার কথা থাকলেও আজ বেলা ৩টার পর কোনো ট্রেন স্টেশন ছাড়েনি। বিভিন্ন স্টেশনের নিচে কলাপসিবল গেট বন্ধ থাকার কারণে যাত্রীরা স্টেশনে এসে ফিরে যেতে বাধ্য হয়েছেন, ফলে ভোগান্তিতে পড়েছেন।

এনএনবাংলা/